রেলস্টেশনে স্কুলছাত্রী ধর্ষণ, ১৭ দিন পর আসামি গ্রেফতার

০৮ অক্টোবর ২০২১, ০৯:০৭ PM
অভিযুক্ত আসামি মাহমুদুল হাসান সাগরকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব

অভিযুক্ত আসামি মাহমুদুল হাসান সাগরকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব © টিডিসি ফটো

কিশোরগঞ্জ সদরে রেলস্টেশনের রেস্টহাউজে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি মাহমুদুল হাসান সাগরকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৮ অক্টোবর) ভোরে নেত্রকোনার বারহাট্টা উপজেলার ঝাউয়াইল গ্রামে অভিযান চালিয়ে সাগরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১৪ এর অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান।

জেলা শহরের পূর্ব তারাপাশা এলাকার আবদুল জলিলের ছেলে সাগর কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে অস্থায়ী চতুর্থ শ্রেণির কর্মচারী।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যার পর বন্ধুর জন্মদিনের কথা বলে পঞ্চম শ্রেণির ওই স্কুলছাত্রীকে রেলওয়ের প্রথম শ্রেণির রেস্টহাউজে নিয়ে যায় রেলওয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী সাগর। এরপর জোরপূর্বক ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়। তার চিৎকার শুনে পুলিশ ও আশপাশের লোকজন ছুটে গেলে কক্ষের জানলার গ্লাস খুলে পালিয়ে যায় সাগর।

র‌্যাব জানায়, এ ঘটনায় মেয়েটির বড় ভাই বাদী হয়ে ওইদিনই কিশোরগঞ্জ রেলওয়ে থানায় একটি মামলা করেন। এরপর অভিযান চালিয়ে তাকে ধরা হয়েছে। গ্রেফতার সাগরকে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
জাতিসংঘ শান্তি নির্মাণ কমিশনের ভাইস-চেয়ার নির্বাচিত বাংলাদেশ
  • ৩০ জানুয়ারি ২০২৬
চীনের সঙ্গে যুক্তরাজ্যের চুক্তিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বললেন …
  • ৩০ জানুয়ারি ২০২৬
ফেনী যাচ্ছেন জামায়াত আমির, পাইলট মাঠে জনস্রোত
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত লাল মাটির ক্যাম্পাস
  • ৩০ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে ১৯৭টি ভোটকেন্দ্র অতিগুরুত্বপূর্ণ, ভোটারদের মধ্যে…
  • ৩০ জানুয়ারি ২০২৬