বনানীর হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ

২২ আগস্ট ২০২১, ০৮:৪৮ PM
রেইন ট্রি হোটেল

রেইন ট্রি হোটেল © ফাইল ফটো

বহুল আলোচিত রাজধানীর বনানীর একটি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ সহ পাঁচ আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মামলায় মোট ৪৭ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

রোববার (২২ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক কামরুন্নাহার আদালতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। 

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের ভিজটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমির জেরার মধ্য দিয়ে সাক্ষগ্রহণ শেষ হয়। আদালত আসামিদের আত্মপক্ষ সমর্থনের৷ জন্য আগামী ২৯ আগস্ট দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আফরোজা ফারহানা আহমেদ (অরেঞ্জ) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৮ মার্চ রাজধানীর রেইন ট্রি হোটেলে ধর্ষণের শিকার হন ওই দুই শিক্ষার্থী।৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক ইসমত আরা এমি এ মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

একই বছরের ১৯ জুন একই ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। এরপর ২০১৭ সালের ১৩ জুলাই ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শফিউল আজম পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন।

ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অফিসার নেবে ইসলামী ব্যাংক, আব…
  • ০২ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার সংস্থার অভিযানে দুই বেকারি…
  • ০২ জানুয়ারি ২০২৬
গুগল জেমিনি দিয়ে সহজেই তৈরি করুন ছবি ও ভিডিও
  • ০২ জানুয়ারি ২০২৬
সাদাপাথর লুটের অভিযোগে বহিষ্কৃত বিএনপি নেতা ফিরে পেলেন পদ
  • ০২ জানুয়ারি ২০২৬
সীমান্ত এলাকা থেকে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
  • ০২ জানুয়ারি ২০২৬
চবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!