৫ কোটি টাকার ইয়াবাসহ স্কুলের দপ্তরি ও যুবলীগ সভাপতি গ্রেপ্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ০৫:৩৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২১, ০৫:৩৮ PM
পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাঁচ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ শুক্রবার রাতে সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের দপ্তরি ও সোনাইছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি উছাহ্লা মারমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের পর তার কাছ থেকে এক লাখ ৭১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি ১৩ লাখ টাকা বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাটি স্থলপথে ইয়াবা চোরাচালানের নিরাপদ রুটে পরিণত হয়েছে। দলীয় পরিচয় ব্যবহার করে ক্ষমতার দাপট দেখিয়ে রাজনীতির আড়ালে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে মিয়ানমার সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতাকর্মীরা।
গোপন তথ্যের ভিত্তিতে ইয়াবা পাচারের তথ্য পেয়ে শুক্রবার রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মারোগ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা পাচারের সময় উছাহ্লা মারমাকে ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: করোনাকালে ১৭ মাসে ২০০ শিক্ষার্থীর আত্মহত্যা
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উছাহ্লা মারমা মাদক কারবারে জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন জানান, উছাহ্লা মারমা পিন্টু ইউনিয়ন কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। জেলা কমিটির নির্দেশনায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।