ক্লিনিক থেকে ২৯ ডোজ মডার্নার ভ্যাকসিন উদ্ধার

ক্লিনিক থেকে ২৯ ডোজ মডার্নার ভ্যাকসিন উদ্ধার
ক্লিনিক থেকে ২৯ ডোজ মডার্নার ভ্যাকসিন উদ্ধার  © সংগৃহীত

করোনার ভ্যাকসিন নিয়ে বিতর্ক যেন থামছেই না। এরমধ্যে এবার নতুন করে প্রাইভেট ক্লিনিকে পাওয়া গেছে ভ্যাকসিন। রাজধানীর দক্ষিণখানের একটি ক্লিনিক থেকে ২৯ ডোজ মডার্নার ভ্যাকসিন উদ্ধার করেছে পুলিশ। এছাড়া এ সময় আরও ২ হাজার ডোজ ভ্যাকসিনের খালি বক্স পাওয়া গিয়েছে। এ ঘটনায় ফার্মেসির মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে আটক করা হয়েছে। দক্ষিণখানের চালাবন এলাকায় দরিদ্র পরিবার সেবা সংস্থা নামের একটি স্যাটেলাইট ক্লিনিকে টাকার বিনিময়ে জনসাধারণকে করোনার ভ্যাকসিন দেয়া হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে বুধবার (১৮ আগস্ট) রাতে অভিযানটি চালানো হয়।

পুলিশ জানায়, তিনি কীভাবে মডার্নার টিকা পেয়েছেন। আর কতজনকে ভ্যাকসিন দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অধিকতর তদন্তের জন্য তার রিমান্ড আবেদন করা হবে বলেও জানায় পুলিশ।

পুলিশ জানায়, আটককৃত বিজয় কৃষ্ণ তালুকদারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। বিজয় কৃষ্ণ তালুকদার দরিদ্র পরিবার সেবা সংস্থা নামের সাটেলাইট ক্লিনিকটির মালিক।


সর্বশেষ সংবাদ