অপহরণের পর মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে হত্যা

২৭ জুন ২০২১, ১০:২৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

মেহেরপুরের গাংনী উপজেলায় মুক্তিপণের দাবিতে এক স্কুলছাত্রকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ জুন) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মিনাপাড়া গ্রামের মাঠ থেকে ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

নিহতের নাম আবির হোসেন (১২)। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আসাদুল ইসলামের ছেলে। মায়ের সঙ্গে সে নানার বাড়ি গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে বসবাস করত। স্থানীয় একটি স্কুলে ছাত্র ছিল সে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মিনাপাড়া গ্রামের নুহু মেম্বারের ছেলে হামিম হোসেন ও মিরাজ হোসেনের ছেলে মুজাহিদের সঙ্গে মোটরসাইকেলযোগে গ্রামের মাঠে ঘুরতে যায় আবির হোসেন। কিছুক্ষণ পর হামিম ও মুজাহিদ গ্রামের মানুষকে জানায় আবিরকে মাঠের মধ্যে অজ্ঞাত একজন ধরে নিয়ে গেছে।

পরে আবিরের মোবাইল ফোন থেকে তার মায়ের নম্বরে কল করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এর এক ঘণ্টা পর আবিরের ফোন বন্ধ পাওয়া যায়। পরে তার পরিবার বিষয়টি গাংনী থানা পুলিশকে অবগত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে হাত-পা বাধা ও গলায় ফাঁস দেয়া অবস্থায় আবিরের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় আবিরকে নিয়ে যাওয়া হামিম হোসেন ও মুজাহিদকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে। এ ঘটনার নেপথ্যে কেউ আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাজেশনের নামে ভাইবার আগে টাকা আদায়ের অভিযোগ
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য য…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ৩০ জানুয়ারি ২০২৬
রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন 
  • ৩০ জানুয়ারি ২০২৬
আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬