নজরুল মেডিকেল কলেজে কর্মচারীদের কর্মবিরতি

নজরুল মেডিকেল কলেজে কর্মচারীদের কর্মবিরতি
নজরুল মেডিকেল কলেজে কর্মচারীদের কর্মবিরতি  © টিডিসি ফাইল ফটো

বকেয়া বেতন-ভাতার দাবিতে বুধবার (২৩ জুন) সকাল থেকে কর্মবিরতি পালন করছেন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মচারীরা।

আন্দোলনকারীরা জানান, হাসপতালে ১৫৫ জন কর্মচারী আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত রয়েছেন। এছাড়া ৬১ জন দৈনিক মজুরিভিত্তিতে কাজ করছেন। যারা মজুরিভিত্তিতে কাজ করছেন, তাদেরকে এ পর্যন্ত বেতন পরিশোধ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এ অবস্থায় বেতন-ভাতা নিশ্চিতের দাবিতে ২১৬ জন কর্মচারী কর্মবিরতিতে অংশ নিয়েছেন।

এদিকে কর্মচারীদের আন্দোলনের কারণে হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে কোভিড রোগীসহ ৫০০ শয্যার হাসপাতালটিতে চিকিৎসাধীন প্রায় এক হাজারের মতো রোগী চরম দুর্ভোগে পড়েছেন।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. অনুপম ভট্টাচার্য বলেন, আমরা তাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। বিষয়টি দ্রুত সমাধানে চেষ্টা চলছে।


সর্বশেষ সংবাদ