স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, তরুণ গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত ইমন হোসেন প্রান্ত
গ্রেপ্তারকৃত ইমন হোসেন প্রান্ত   © সংগৃহীত

দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে অপহরণের ঘটনায় ইমন হোসেন প্রান্ত (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ইমন হোসেন বেনাপোল পোর্ট থানার নামাজগ্রাম পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা নাছিমা বেগম এর ছেলে।

থানা সুত্রে জানা যায়, বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের দশম শ্রেনী পড়ুয়া ছাত্রীকে ইমন ও তার সহযোগীরা গত রবিবার (৬ জুন) সন্ধ্যায় বাহাদুরপুর গ্রাম হতে প্রাইভেটকার যোগে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরদিন ভূক্তভোগীর পিতা থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ করেন। পুলিশ ভিকমটিকে উদ্ধারে অভিযানে নামে। মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যায় অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় মূল অপহরনকারী প্রান্তকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত প্রান্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মঙ্গলবার থানায় মামলা করা হয়।

বেনাপোল পোর্ট থানার এস আই ও মামলার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান স্কুল ছাত্রী উদ্ধার ও মূল আসামী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আসামী প্রান্ত ও উদ্ধার হওয়া স্কুল ছাত্রীকে আদালতে হাজির করে ভিকটিমের জবানবন্দী রেকর্ড করা হয়েছে। আদালত উদ্ধার হওয়া স্কুল ছাত্রীকে সেফকাস্টরী ও আসামীকে জেলহাজতে প্রেরণ করেছেন। অপহরণ কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।

আরও দেখুন: 

র‍্যাবের ভুয়া পরিচয়ে হ্যাকড আইডি উদ্ধার করে কলেজছাত্রীকে ব্ল্যাকমেইল, অভিযুক্ত আটক

কললিস্টের সূত্র ধরে চলছে ঢাবি ছাত্রী তুষ্টির মৃত্যুর তদন্ত


সর্বশেষ সংবাদ