বাড়ি থেকে কলেজ পড়ুয়া মেয়ে রহস্যজনকভাবে নিখোঁজ

রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া ছাত্রী

রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া ছাত্রী © টিডিসি ফটো

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নিজ গ্রামের বাড়ি থেকে কলেজ ছাত্রী সুর্বণা আক্তার মুক্তা রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। ওই ছাত্রীর বাবা আব্দুল কুদ্দুছ তার মেয়ের সন্ধান চেয়ে সোমবার (৩১ মে) মধ্যরাত দেড়টার দিকে থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। জিডি নং-১১৮৬।

পারিবারিক ও থানা পুলিশ সুত্রে জানা যায়, করোনাকালীন সময়ে ক্যাম্পাস বন্ধ থাকায় উপজেলা বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের চাউল পট্রির মক্কা টাওয়ারের পেছনে থাকা নিজ বাসা হতে রবিবার রাত ৮টার পর কলেজে পড়ুয়া এইএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী সুবর্ণা আক্তার মুক্তা নিখোঁজ হন।

পরে সোমবার রাতে কলেজ ছাত্রীর পিতা আব্দুল কুদ্দুছ মিয়ার নিকট মেয়ে নিখোঁজ ও জিডি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন ব্যস্ত। পরে কথা বলবো।

এদিকে, থানায় জিডির পরপরই উপজেলা মোল্লাপাড়া এলাকার একই কলেজে পড়ুয়া আরও এক কলেজ শিক্ষার্থীকে হন্য হয়ে খুঁজছে পুলিশ।

সোমবার দিনভর ওই কলেজ ছাত্র ও তার পিতার মুঠোফোনে একাধিবার কল করা হলে দুটি ফোন  বন্ধ পাওয়া যায়।

পরবর্তীতে সুনামগঞ্জ শহরে থাকা তাহিরপুরের বিন্নাকুলি গ্রামের আহবাব মিয়ার নিকট তার ভাগ্নে রায়হানকে পুলিশ খোঁজার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি স্বীকার করে বলেন, বাদাঘাটের বসবাসরত বড়ছড়া কয়লা ব্যবসায়ী মাটিকাটা গ্রামের বাসিন্দা আব্দুল কদ্দুছের কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে আমার ভাগ্নে পালিয়ে গেছে। বিষয়টি নিয়ে বড় সমস্যায় পড়েছি।।

গাইবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা, তিন দিন…
  • ২৮ জানুয়ারি ২০২৬
উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে তিন ইউনিট
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভোলায় হাতপাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলা, আহ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচিত হলে কওমী মাদরাসা শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করা হ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত শতাধিক
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ ভোটার উপস্থিতির আহ্বান হাবিবের
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage