আফগানিস্তানে বোমার আঘাতে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষকের মৃত্যু
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ৩০ মে ২০২১, ১২:৩০ AM , আপডেট: ৩০ মে ২০২১, ১২:৩০ AM
আফগানিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমার আঘাতে একটি বাসের আরোহী তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন। শনিবার (২৯ মে) দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ পারওয়ানের রাজধানী চারিকরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র সালিম নুরি জানান, বাসটিতে আল-বিরুনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিলেন। শেষ খবর পর্যন্ত কোন গোষ্ঠী এই বোমা হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আফগানিস্তানের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র হামেদ ওবাইদি জানান, আহত শিক্ষকদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক।
সম্প্রতি আফগানিস্তানে রাস্তার পাশের বোমা, বাসের নিচে চুম্বক দিয়ে জুড়ে দেওয়া বোমাসহ আরও নানান বিস্ফোরক ব্যবহার করে অহরহ নিরাপত্তা বাহিনীর সদস্য, বিচারপতি, সরকারি কর্মকর্তা, সমাজকর্মী ও সাংবাদিকদের হত্যা করার ঘটনা ঘটছে।
এসব ঘটনার জন্য সরকার তালেবানকে দোষারোপ করলেও বিদ্রোহী এই গোষ্ঠীটি দায় অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ার তারিখ পিছিয়ে ১১ সেপ্টেম্বর করার পর থেকে দেশটিজুড়ে সহিংসতা বেড়ে গেছে।
তিন সপ্তাহ আগে রাজধানী কাবুলে একটি স্কুলের সামনে বোমা হামলায় মারা যান ৬৮ জন, যাদের মধ্যে বেশিরভাগই ছিল একটি বালিকা বিদ্যালয়ের ছাত্রী। একই ঘটনায় আহত হন আরও ১৬৫ জন।
২০২১ সালের প্রথম তিন মাসে সরকারী বাহিনীর সাথে তালেবানদের সহিংসতায় অন্তত ১ হাজার ৮০০ বেসামরিক হতাহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে।