মেহেন্দিগঞ্জে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

১১ এপ্রিল ২০২১, ১২:৩৪ PM

© প্রতীকী ছবি

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।

রবিবার (১১ এপ্রিল) ভোরে ওই ইউনিয়নের সুলতানী গ্রামে এই হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ১০-১২ টি বসত ঘর এবং দোকানপাট ভাঙচুর করা হয়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কোনো ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এ ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন জানান, ভোর আনুমানিক ৪ টার দিকে কয়েকশত লোক লাঠি এবং দেশীয় অস্ত্র নিয়ে ওই গ্রামে হামলা চালায়। হামলাকারীরা ওই এলাকার বেশ কিছু দোকান ও ঘরবাড়ি ভাংচুর করে। ওই এলাকার বাসিন্দারা প্রতিরোধ করতে গেলে বেঁধে যায় তুমুল সংঘর্ষ। সংঘর্ষে পাশ্ববর্তী আশা গ্রামের বাসিন্দা সাইফুল সর্দার (৩০) নিহত হয়। আহত হয় অন্তত ১২ জন। হামলাকারীরা দক্ষিণ উলানিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

তিনি আরও জানান, সম্প্রতি স্থগিত হওয়া দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিলন চৌধুরীর লোক বলে দাবি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। নিহত সাইফুল সর্দার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রুমা বেগমের সমর্থক বলে তিনি জানান।

মেহেন্দিগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, দক্ষিণ উলানিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মিলন চৌধুরী এবং বিদ্রোহী প্রার্থী রুমা বেগমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয়। ভাঙচুর করা হয় বেশ কিছু দোকানপাট ও বসত ঘর। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনা তদন্ত করে মামলা দায়ের সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।

উল্লেখ্য, এর আগেও ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একাধিকবার হামলা-সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ট্যাগ: রাজনীতি
শাকসু স্থগিত, যা বললেন রিটকারীদের আইনজীবী
  • ১৯ জানুয়ারি ২০২৬
তাহলে কি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের?
  • ১৯ জানুয়ারি ২০২৬
আসিফ মাহমুদের বিচার হবে বাংলার মাটিতে : নাছির
  • ১৯ জানুয়ারি ২০২৬
‘সার্কের ভাবনাই প্রমাণ করে, জিয়া একজন বিশ্ব নেতা’
  • ১৯ জানুয়ারি ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের মারণাস্ত্রের ব্যবহার, নিহতদের প…
  • ১৯ জানুয়ারি ২০২৬
এইচএসসি পাসেই চাকরি সজীব গ্রুপে, কর্মস্থল ঢাকা
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9