১০ বছরের শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসা অধ্যক্ষ গ্রেফতার

২২ জানুয়ারি ২০২১, ০৪:৪০ PM
অভিযুক্ত তৌহিদ বিন আজহার

অভিযুক্ত তৌহিদ বিন আজহার © সংগৃহীত

নিজ মাদ্রাসার ১০ বছরের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। সাভারের আশুলিয়ায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত অধ্যক্ষের নাম তৌহিদ বিন আজহার (৪৬)।

আজহারের বাড়ি নাটোরের গুরুদাসপুরে। তিনি আশুলিয়ার খেজুরবাগান এলাকার দুইটি মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাফরুল থানার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত বুধবার ধর্ষণের অভিযোগে আশুলিয়া থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত আজহারের পরিবার গত কয়েকদিন ধরে বাড়িতে না থাকায় ওই ছাত্রীকে ফুসলিয়ে বাড়িতে নিয়ে আসে আজহার। সেখানে ভুক্তভোগী ছাত্রীকে ধর্ষণ করে আজহার। এই ঘটনা কাউকে না বলতে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখায় সে। পরে ওই ছাত্রী চিরকুটের রিখে তার এক বান্ধবীর মাধ্যমে সেটি পরিবারকে জানায়। ঘটনা জানার পর ভুক্তভোগীর বাবা ধর্ষণ মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, ভুক্তভোগী ওই ছাত্রী হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।

আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ
  • ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬