চাকরির বই দেয়ার নামে ডেকে এনে গৃহবধূকে ধর্ষণ

১৯ জানুয়ারি ২০২১, ০৯:২৪ PM
অভিযুক্ত রেল কর্মকর্তা আজাদ

অভিযুক্ত রেল কর্মকর্তা আজাদ © সংগৃহীত

রাজশাহীতে চাকরির গাইড বই দেয়ার নাম করে ডেকে এনে রেলওয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই গৃহকধূ বোয়ালিয়া থানায় মামলা করেছেন।

অভিযুক্ত ধর্ষকের নাম মঈন উদ্দিন আজাদ (৪২)। তিনি রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার পদে কর্মরত। জেলার শিরোইল কাঁচাবাজার এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন তিনি। তবে মামলা দায়েরের পটর থেকে তারন কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

মামলার সুত্রে জানা গেছে, রেলের চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক বই দেয়ার নামে গত রোববার বিকালে (১৭ জানুয়ারি) ভুক্তভোগীকে বাসায় ডাকেন আজাদ। সেখানে ফাঁকা বাসায় আজাদ ওই গৃহবধূকে ধর্ষণ করেন। ধর্ষণের পর রেল কর্মকর্তা ঘটনাটি কাউকে জানালে বড় ধরনের ক্ষতির হুমকিও দিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, রেল কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। বর্তমানে ওই কর্মকর্তা পলাতক রয়েছেন।

আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ
  • ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬