ধর্ষণ মামলার বাদীর বিরুদ্ধে আসামির মানহানির মামলা

০৫ জানুয়ারি ২০২১, ১০:৫৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

ধর্ষণ মামলার বাদীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ধর্ষণ মামলার প্রধান আসামি। রবিবার (৩ জানুয়ারি) বিকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের চেয়ারম্যান বশির আহাম্মদ মানিকের পক্ষে আইনজীবী নজরুল ইসলাম মামলাটি করেন।

মানহানির মামলায় ধর্ষণ মামলার বাদী তরুণীকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল হক টিপুসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

এ বিষয়ে চেয়ারম্যান মানিক বলছেন, আমি ষড়যন্ত্রের শিকার। আমার বিরুদ্ধে যে মামলায় করেছে সেই তরুণীর চাচা এলাকায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। তাকে গ্রেফতারের দাবিতে আমি মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছি। এতে ক্ষিপ্ত হয়ে আমাকে ফাঁসানোর জন্য এই মামলা করা হয়েছে।

আইনজীবী নজরুল ইসলাম জানান, মিথ্য মামলা করে চেয়ারম্যান মানিকের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তার সুনাম ক্ষুণ্ন করা হয়েছে। এই কারণে তাদের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। আদালত সিআইডিকে মামলাটি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন।

আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ
  • ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬