এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলার চার্জ গঠনের তারিখ পেছাল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১, ০৫:২৩ PM
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে দলবেঁধে ধর্ষণ মামলায় রবিবার (৩ জানুয়ারি) চার্জ গঠনের নির্ধারিত তারিখ থাকলেও তা পেছানো হয়েছে। আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে আগামী ১০ জানুয়ারি চার্জ গঠনের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।
রবিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহিতুল হক আসামিদের উপস্থিতিতে এ তারিখ নির্ধারণ করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রাশেদা সাইদা খানম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ১০ জানুয়ারি চাঞ্চল্যকর এ মামলার চার্জ গঠনের জন্য নির্ধারণ করা হয়েছে। মামলার বাদীপক্ষ এই সময়ের মধ্যে অভিযোগপত্র পর্যালোচনা করবে। তাদের নারাজি না থাকলে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার কাজ শুরু হবে।