কবিরাজের বিরুদ্ধে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগ

০৫ নভেম্বর ২০২০, ০৯:০৬ PM
প্রতীকী

প্রতীকী

ঘটনার প্রায় এক মাস পর যশোরের চৌগাছায় এনায়েত আলী (৫০) নামে এক কবিরাজের বিরুদ্ধে দশ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

ভুক্তভোগী শিশুটি উপজেলার ভারত সীমান্তবর্তী লাগোয়া গ্রামের বাসিন্দা ও চৌগাছা শহরের একটি মাদরাসায় ৩য় শ্রেণির ছাত্রী।নির্যাতিত ওই শিশুর বাবা আজ বৃহস্পতিবার চৌগাছা থানায় মামলাটি (যার নম্বর-০৪/০৫.১১.২০২০) করেন।

এজাহারে বলা হয়েছে, গত ৩ অক্টোবর রাত ৮টার দিকে চৌগাছা উপজেলার তিলকপুর গ্রামের আমজেম আলীর ছেলে কবিরাজ এনায়েত আলীর কাছে মেয়েটিকে নিয়ে যাওয়া হয়। তার জিনের আছর ছিল। কবিরাজ শিশুটিকে একই উপজেলার ইন্দ্রপুর মানিক শাহ পীরের দরবারের পাশে পেয়ারা বাগানে নিয়ে ধর্ষণ করে।

ভিক্টিমের স্বজনেরা জানান, আজ সকালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন যশোর জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে। এই ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একাধিকবার শালিসও হয়েছে। শালিসে অভিযুক্ত এনায়েত আলী নিজেই স্বীকার করেছে অন্তত ৭ বার মেয়েটিকে ধর্ষণ করেছে। মীমাংসার নামে সময়ক্ষেপণ করেছে। এনায়েতের লোকজন নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, ঘটনাটি প্রায় আড়াই মাস আগের। বুধবার রাতে মামলা রেকর্ড হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ
  • ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬