শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে মাকে ধর্ষণের অভিযোগ

২৮ অক্টোবর ২০২০, ০৫:৫৫ PM
প্রতীকীি ছবি

প্রতীকীি ছবি © ফাইল ফটো

শিশুকন্যার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে দুই সন্তানের মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে বরিশালের উজিরপুর উপজেলায় পশ্চিম শোলক গ্রামে এই ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ওই নারীর স্বামী বাদী হয়ে উজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অভিযুক্ত ওই ধর্ষকের নাম লিটন সরদার। তিনি শোলক গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। ঘটনার পর থেকে লিটন পলাতক।

এদিকে ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে বুধবার (২৮ অক্টোবর) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহার বরাত দিয়ে উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান বলেন, গত ২২ অক্টোবর কাজের তাগিদে ঢাকায় ছিলেন নির্যাতনের শিকার নারীর স্বামী। এই সুযোগে রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্ত লিটন সরদার তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। তার স্ত্রী বাধা দেওয়ায় দেড় বছরের শিশুকন্যার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক বলেন, মামলার অভিযোগ তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ
  • ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬