চুরির খাসি জবাই করলো যুবলীগ নেতা, এলাকাবাসীর মানববন্ধন

১৮ জুলাই ২০২০, ০৯:৪৫ PM

© সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে খাসি চুরি করে জবাই করার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এই ঘটনায় বিচারের দাবিতে আজ শনিবার মানববন্ধন করেছে এলাকাবাসী। চুরির অভিযোগে ইতোমধ্যে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া কুড়িচাল এলাকায় এই চুরির ঘটনা ঘটে। অভিযুক্ত ওই নেতা ফুলবাড়িয়া কুড়িচাল ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

ভূক্তভোগী পরিবার জানায়, শুক্রবার রাত ৯টার দিকে নূরু ইসলামের লোকজন বাড়ি তালা দিয়ে পাশের গ্রামে যায়। পরে বাড়িতে এসে দেখতে পায় বারান্দার সামনে রক্ত এবং ঘরের দরজা খোলা। পরে ঘরের ভেতরে যেয়ে দেখে তাদের খাসি নেই। তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে।

এসময় দেখা যায় চোর চক্র বাড়ির বারান্দায় খাসিটি জবাই করে নিয়ে যাবার সময় রক্ত পড়তে পড়তে পাশের মালেকের বাড়ি পযর্ন্ত গিয়ে শেষ হয়। পরে এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্যসহ মালেকের ঘরের ভেতর তল্লাশী করে খাসির মাংস পায় এবং বাড়ির মালিক মালেককে আটক করে রাখে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাংস উদ্ধার এবং মালেককে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে মালেক ঘটনার সঙ্গে যুবলীগ নেতা রফিক ও একই গ্রামের তাইজুদ্দিন জড়িত আছে বলে জানায়। পরে তাইজুদ্দিনকে গ্রেপ্তার করতে পারলেও যুবলীগ নেতা রফিককে গ্রেপ্তার করতে পারেনি।

ফুলবাড়িয়ার পুলিশকে ক্যাম্প ইনচার্জ মো. জামাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং খাসির মাংসসহ ২জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে জবিতে বিক্ষোভ
  • ২৯ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে রাতে বিচারকের বাসভবনে ককটেল নিক্ষেপ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিপিএল মাতানো মার্কিন তারকাকে বহিষ্কার আইসিসির
  • ২৯ জানুয়ারি ২০২৬
ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপির হামলায় উপজেলা সেক্রেটারি নিহতের ঘটনায় জামায়াত আমিরে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলে শুরু তারেক রহমানের নির্বাচনী প…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage