হাবিপ্রবি উপাচার্য ও ছাত্রলীগ নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে থানায় জিডি

১৯ জুন ২০২০, ০৬:৩৮ PM

© টিডিসি ফটো

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য ও ছাত্রলীগের নেতাদের নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ‘প্রগতিশীল কর্মচারী পরিষদ’ নামের একটি আইডির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে সেটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গৃহীত হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ জুন ‘প্রগতিশীল কর্মচারী পরিষদ হাবিপ্রবি’ নামে একটি ফেসবুক আইডি থেকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে যুক্ত করে হাবিপ্রবি উপাচার্যের প্রশাসন পরিচালনার ভুল ব্যাখ্যা ও শাখা ছাত্রলীগের কর্মকাণ্ডের অপব্যাখ্যা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এর আগেও এসব বিষয়ে অনেকে মিডিয়াতে ভুল তথ্য দিয়েছে। তাদের এসব তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা প্রমাণের চ্যালেঞ্জ দিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত তাদের কেউই তাদের বলা বিষয়ে কোন তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. খালেদ হোসেন জানান, ফেসবুক পোস্টে প্রগতিশীল কর্মচারী পরিষদ, হাবিপ্রবি আইডি থেকে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।

তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত একজন সন্মানিত উপাচার্যের তথা অত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জনসম্মুখে হেয় প্রতিপন্ন এবং জনমনে বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে ওই পোস্টটি করা হয়েছে। আমার বিশ্বাস কোন অজ্ঞাতনামা ব্যক্তিগণ ইচ্ছাকৃতভাবে উপাচার্য স্যারকে অপমান করার জন্য এসব প্রচার করেছেন।

প্রক্টর বলেন, যে আইডি থেকে এসব বিভ্রান্তি ও মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে তার বিরুদ্ধে আমরা ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় অভিযোগ করেছি। সেটি জিডি হিসেবে গৃহীত হয়েছে। আশা করি, পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন।

অভিযোগের বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছ থেকে এমন একটি অভিযোগ পেয়েছি। বর্তমানে সেটির তদন্ত চলমান রয়েছে।

নির্বাচনী আইন মেনে ব্যক্তিগত আঘাত না করার প্রত্যাশা মির্জা …
  • ৩০ জানুয়ারি ২০২৬
মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না …
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা বিদ্যুৎ চন্দ্র
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬