৩ দিনের রিমান্ডে ক্যাসিনো খালেদ

  © ফাইল ফটো

ক্যাসিনোকাণ্ডে আলোচিত ও বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (১৬ জুন) ঢাকা মহানগর হাকিম (ভার্চুয়াল আদালত) জিয়াউর রহমান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোতালেব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, অর্থপাচার আইনে করা মামলায় তাকে তিন দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে খালেদকে উপস্থিত দেখানো হয়। এসময় তার সঙ্গে কারা কর্তৃপক্ষ ছিলেন। মতিঝিল থানার অর্থপাচার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন সিআইডি পুলিশের উপ-পরিদর্শক রাশেদুর রহমান। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের উপ-পরিদর্শক মোতালেব হোসেন বলেন, মতিঝিল থানার অর্থপাচার মামলায় রোববার খালেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর পর তার সাত দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। ওইদিন আদালতে আবেদনটি উপস্থাপন করা হলে বিচারক আজ মঙ্গলবার এ বিষয় শুনানির জন্য দিন ধার্য করেন। শুনানি শেষে বিচারক তাকে অর্থপাচার মামলায় গ্রেপ্তার দেখানো পূর্বক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।


সর্বশেষ সংবাদ