জন্মদিনেই একসাথে না ফেরার দেশে দুই ভাই

১৬ জুন ২০২০, ১০:৩৬ AM

© প্রতীকী ছবি

বরগুনার পাথরঘাটা উপজেলায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে পাথরঘাটা পৌরসভা এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ২০১৫ সালের এই দিনেই তার দু’জনই জন্মেছিল। দুই ভাইয়ের জন্ম ও মৃত্যু অভিন্ন দিনে হওয়ায় তা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

মারা যাওয়া দুই শিশু হচ্ছে, পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. শাহিন মিয়ার ছেলে মোহাম্মদ ওবায়দুল (৫) ও মো. হারুন হাওলাদারের ছেলে রিয়ান হোসেন (৫)। তারা মামাতো-ফুপাতো ভাই।

ওয়ার্ড কাউন্সিলর তারিকুল ইসলাম খান জানান, সোমবার বিকেলে  বাড়ির উঠানে খেলছিল ওবায়দুল ও রিয়ান। এ সময় সবার অগোচরে বাড়ির সামনে থাকা পুকুরে পড়ে ডুবে যায় দু’জনই। একপর্যায়ে তাদের দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন।

সন্ধ্যার দিকে পুকুরে তাদের ভাসতে দেখা যায়। শিশু দুটিকে সেখান থেকে উদ্ধার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদেরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়। তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

জাতিসংঘ শান্তি নির্মাণ কমিশনের ভাইস-চেয়ার নির্বাচিত বাংলাদেশ
  • ৩০ জানুয়ারি ২০২৬
চীনের সঙ্গে যুক্তরাজ্যের চুক্তিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বললেন …
  • ৩০ জানুয়ারি ২০২৬
ফেনী যাচ্ছেন জামায়াত আমির, পাইলট মাঠে জনস্রোত
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত লাল মাটির ক্যাম্পাস
  • ৩০ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে ১৯৭টি ভোটকেন্দ্র অতিগুরুত্বপূর্ণ, ভোটারদের মধ্যে…
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ধানের শীষ প্রার্থীর সমর্থক…
  • ৩০ জানুয়ারি ২০২৬