ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির শিক্ষার্থী ইয়াবাসহ গ্রেপ্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ০৯:১৫ PM , আপডেট: ৩১ মার্চ ২০২০, ০৯:১৫ PM
চট্টগ্রামে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর দক্ষিণ খুলশীর বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ওই শিক্ষার্থীর নাম সাদ এফ এস কবির শাকিব (২৪)। সাদ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অনার্স শেষ সেমিস্টারের শিক্ষার্থী। সে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিম পাঠাননগর গ্রামের একেএম কবির উদ্দিন আহমেদের ছেলে। তাদের বাসা চট্টগ্রাম নগরীর দক্ষিণ খুলশীর এক নম্বর সড়কে। তারা সাদ এফ ভবনের চতুর্থ তলায় থাকেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা সাদকে গ্রেপ্তার করি। জিজ্ঞাসাবাদে সাদ জানিয়েছেন, নর্থ সাউথে পড়ার সময়ই তিনি ইয়াবার জগতে প্রবেশ করেন। সেজন্যই তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। কিন্তু এরপরও সাদ ইয়াবা ছাড়তে পারেনি। এখন তিনি পুরোপুরি ইয়াবা আসক্ত। ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে তার সহপাঠী ও বন্ধুদের মধ্যে কারা কারা ইয়াবায় জড়িত, সেটা আমরা খতিয়ে দেখছি।