এবার তৃতীয় শ্রেণির শিশুকে কুপিয়ে হত্যা

২০ অক্টোবর ২০১৯, ১০:৫৮ AM

© সংগৃহীত

কুমিল্লায় তৃতীয় শ্রেণির এক শিশু ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে বাসার পাশের ডোবা থেকে মেহেদী হাসান (১০) নামে ওই শিশুর লাশ উদ্ধার করে স্বজনরা।

নিহত মেহেদী কুমিল্লা আদর্শ সদর উপজেলার হালিমানগর এলাকার সাতরা চম্পকনগর গ্রামের প্রবাসী আলমগীর হোসেনের ছেলে। সে নর্থ সাউথ চাইল্ড একাডেমীর ছাত্র। পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করেছে দুর্বৃত্তরা বলে ধারণা করা হচ্ছে।

মেহেদীর চাচা আব্দুল হান্নান জানান, ‘মেহেদী পাশের বাড়ির বিউটি আক্তার নামে একজনের কাছে প্রাইভেট পড়তো। প্রতিদিনের ন্যায় সে শনিবার সন্ধ্যায় প্রাইভেট পড়তে যায় সে। রাতে বাসায় না ফেরায় স্বজনরা শিক্ষকের বাসায় খোঁজ করে জানতে পারেন, পড়া শেষে শিশুটিকে তার বাসার গেইটে দিয়ে গেছেন বিউটি।’

পরে খোঁজাখুঁজির পর বাড়ির পাশে ডোবায় গলা ও ঘাড়ে সাত থেকে আটটি কোপের ক্ষতচিহ্নসহ তার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে স্বজনরা দ্রুত কুমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।’

তিনি জানান, কিছুদিন পূর্বে তাদের বাসায় মোবাইল টাকা পয়সাসহ স্বর্ণালংকার চুরি হয়েছে। সেই ঘটনার সাথে হয়তোবা এই ঘটনার সূত্রপাত থাকতে পারে।

কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ারুল হক বলেন, ‘বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য নেয়ার চেষ্টা করা হচ্ছে। কিভাবে কারা ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুটির মরদেহ কুমেক হাসপাতাল মর্গে রাখা আছে।’

এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাজেশনের নামে ভাইবার আগে টাকা আদায়ের অভিযোগ
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য য…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ৩০ জানুয়ারি ২০২৬
রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন 
  • ৩০ জানুয়ারি ২০২৬
আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬