মো. মোক্তারুল ইসলাম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখায় কর্মরত সেকশন অফিসার (গ্রেড-১) মো. মোক্তারুল ইসলামকে মাদক মামলায় আটক থাকার দায়ে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশে জারি করেন।
উল্লেখ্য, গত ২৭ জুলাই ২০১৯ শনিবার সন্ধ্যায় মোক্তারুল ইসলামকে মাদকসহ দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ কাটলা ইউনিয়নের হরিহরপুর গ্রাম থেকে আটক করে মামলা দায়ের করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।