মো. জসিম ব্যাপারী © সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলাসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী।নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও সন্ত্রাস দমনের লক্ষ্যে নিয়মিত টহল ও বিশেষ অভিযান চালাচ্ছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী।
নৌবাহিনী সূত্রে জানা যায়, বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বোরহানউদ্দিন পৌর বাজারসংলগ্ন ব্রিজের পাড় এলাকায় অভিযান পরিচালনা করে মো. জসিম ব্যাপারী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে নৌবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিনে মোতায়েনকৃত নৌবাহিনীর একটি বিশেষায়িত টহল দল কৌশলগতভাবে ওই এলাকায় অবস্থান নেয়। সন্দেহজনক গতিবিধির কারণে জসিম বেপারীকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যে বসতবাড়িতে অভিযান চালিয়ে আরও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
অভিযানকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রঞ্জিত চন্দ্র দাস আটক ব্যক্তিকে দুই হাজার টাকা অর্থদণ্ড এবং চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
নৌবাহিনী জানায়, অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, জসিম বেপারীর বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক পাচারসংক্রান্ত একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক দমন ও সন্ত্রাস প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দেশের আটটি জেলার ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় পাঁচ হাজার নৌবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।