মিরসরাই ম্যাপ © সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে একটি প্রাইভেট কার। ডাকাতির ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
বুধবার (গতকাল) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়নের নয়দুয়ারি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নুরুল করিম জানান, তারা মিরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের কাজির তালুক গ্রামে আত্মীয়ের জানাজা শেষে প্রাইভেট কার যোগে বাড়ি ফিরছিলেন। নয়দুয়ারি এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল লোহার এঙ্গেল দিয়ে গাড়িতে আঘাত করে গাড়িটি থামিয়ে দেয়। এরপর ডাকাতরা গাড়ির যাত্রীদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলার সময় ডাকাতরা তাদের সঙ্গে থাকা আইফোনসহ পাঁচটি মোবাইল ফোন, নগদ টাকা এবং প্রাইভেট কারের গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়।
এই ঘটনায় আহত হয়েছেন সীতাকুণ্ড উপজেলার বারআউলিয়া এলাকার রেজাউল করিম, নজরুল করিম ও নুরুল করিমসহ মোট পাঁচজন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য আইসিইউতে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, 'এ ধরনের কোনো ঘটনার বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। রাত দুইটা পর্যন্ত ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে আমি নিজেই পেট্রোল ডিউটিতে ছিলাম। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।'