আটক সজিব © টিডিসি
নেত্রকোনার কেন্দুয়ায় মোটরসাইকেল চুরির চেষ্টাকালে হাতেনাতে সজিব (৩০) নামের এক যুবককে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হলে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
সজিব উপজেলার জুড়াইল গ্রামের সুলতান মিয়ার ছেলে।
মোটরসাইকেলটির মালিক ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক ৯ ঘটিকার সময় কেন্দুয়া পৌরসভাধীন ৮ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় উপজেলা পরিষদের বাউন্ডারির পেছনে মোজাফফরপুর ইউনিয়নের বটতলা গ্রামের সুব্রত চন্দ্র শীল পেশায় একজন হাইস্কুলের শিক্ষক। তিনি বোনের বাসায় বেড়াতে আসছিলেন। তার মালিকানাধীন হিরো স্প্লেন্ডার মোটরসাইকেল থেকে নেমে বোনের জন্য বাজারের প্যাকেট দিতে গিয়ে আনুমানিক এক-দুই মিনিট পর এসে দেখেন, তার মোটরসাইকেলটি কে বা কারা নিয়ে যায়। তাৎক্ষণিক তিনি চেঁচামেচি এবং পাশে দৌড়াদৌড়ি শুরু করলে কিছু দূর যাওয়ার পর পথচারী একজন নারী বলেন একটি মোটরসাইকেল স্টার্ট ছাড়াই ঠেলে নিয়ে যাচ্ছে উত্তর থেকে দক্ষিণের রাস্তার দিকে। পরে সুব্রত মাস্টারসহ তার সঙ্গে আরও কিছু লোকজন দৌড়াদৌড়ি করে একটু অগ্রসর হওয়ার পর ওই সজিবের অবস্থান দেখতে পায় এবং কাছাকাছি চলে যাওয়ার পর মোটরসাইকেল রেখে সজিব একটি বাসায় ঢুকে পড়েন। শুরু হয় একশন, এলাকাবাসী সর্বস্তরের লোকজনের সহযোগিতায় চোরকে ধরতে সক্ষম হয়।
গতকাল রাতেই চোর সজিব মিয়াকে কেন্দুয়া থানায় সোপর্দ করা হয়।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ মোটরসাইকেল চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল চুরির চেষ্টাকালে সজিব নামের এক চোরকে জনতা আটক করে থানায় খবর দিলে পুলিশ থানায় নিয়ে আসে। তাকে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।