আখ খেতে © সংগৃহীত
যশোরের বেনাপোলে আখ ক্ষেতে বসে দেশীয় বোমা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক যুবকের ডান হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের খলসি বাজার এলাকার খালধার সংলগ্ন একটি আখ ক্ষেতে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কব্জি বিচ্ছিন্ন হওয়া যুবকের নাম ফখরুল আলম পল্টু (২৫)। তিনি পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের বাসিন্দা মনোয়ার হোসেনের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় ফখরুল ওই আখ ক্ষেতে আরও কয়েকজনের সঙ্গে গোপনে দেশীয় বোমা তৈরি করছিল।
স্থানীয় সূত্র জানায়, রেজাউল নামের এক ব্যক্তির মালিকানাধীন আখ ক্ষেতে বসে ফখরুল আলম পল্টু, আলী ঢালী ও তবিবুর রহমান তবি বোমা তৈরির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় অসাবধানতাবশত একটি বোমা হাতে থাকা অবস্থায় বিস্ফোরিত হলে ফখরুলের ডান হাতের কব্জি উড়ে যায়। বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন।
বিস্ফোরণের বিকট শব্দ শুনে আশপাশের মানুষ ছুটে এলেও ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আহত ফখরুল ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে আহত ফখরুলকে একটি অজ্ঞাতনামা ক্লিনিকে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, ঘটনায় জড়িত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক তৎপরতার সঙ্গে যুক্ত। তাদের কারণে স্থানীয় সাধারণ মানুষ সব সময় আতঙ্কের মধ্যে বসবাস করছেন। বোমা তৈরির মতো ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলম বলেন, বোমা বিস্ফোরণের ঘটনার বিষয়টি আমরা জানতে পেরেছি। ঘটনাস্থল ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।