রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

০১ জানুয়ারি ২০২৬, ১১:৪০ AM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৬, ০১:২৫ PM
গুলিবিদ্ধ সিফাত

গুলিবিদ্ধ সিফাত © সংগৃহীত

থার্টি ফার্স্ট নাইটের উৎসবের মধ্যেই রাজবাড়ীতে নেমে আসে আতঙ্ক। বিবদমান দুই পক্ষের সংঘর্ষে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছে সিফাত (১২) নামের এক শিশু। গভীর রাতে শহরের আবাসিক এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী জেলা সদরের বিনোদপুরের কলেজপাড়ায় (পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড) এ ঘটনা ঘটে।

আহত শিশু সিফাত রাজবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মো. শফিকুল ইসলামের জমজ ছেলেদের একজন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বিবদমান দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির সময় ছোড়া একটি গুলি এসে সিফাতের পেটে লাগে। গুলিটি তার পেটের ওপরের অংশে বক্ষপিঞ্জরের ঠিক নিচে একটি গভীর ক্ষত সৃষ্টি করে ও প্রচুর রক্তক্ষরণ হয়। এ সময় সিফাত মাটিতে লুটিয়ে পড়ে। পরে সিফাতের মা আশপাশের মানুষের সহায়তায় রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক ডা. মো. নুরুল আজম শিশুটিকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা করেন এবং দ্রুত সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রাজীব দে সরকারকে ডেকে নিয়ে আসেন। তিনি দ্রুতই শিশুটির চিকিৎসা শুরু করেন।

শিশুটির শারীরিক অবস্থা কিছুটা ভালোর দিকে যাওয়ায় চিকিৎসকদের পরামর্শে পরবর্তী স্তরের চিকিৎসার জন্য শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

সিফাতের মা বলেন, ‘বালুমহাল নিয়ে সংঘর্ষের জেরে বাসার আশপাশে ভাঙচুর ও গুলি বিনিময়ের এক পর্যায়ে আমার বাচ্চার পেটে গুলি লাগে। সদর হাসপাতালের ডাক্তাররা সঠিক সময়ে চিকিৎসা শুরু না করলে আমার বাচ্চাকে আমি ফিরে পেতাম না।’

সিফাতের বাবা বলেন, ‘আমার শিশুর চিকিৎসা সম্পন্ন হবার পরে চিকিৎসকদের মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে আমরা আইনি সহায়তা গ্রহণ করব।’

বৃত্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
  • ০১ জানুয়ারি ২০২৬
এনএসইউতে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও শোকসভা
  • ০১ জানুয়ারি ২০২৬
তারেক রহমান ও জামায়াত আমিরের সাক্ষাৎ নিয়ে আজহারীর বার্তা
  • ০১ জানুয়ারি ২০২৬
ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওর…
  • ০১ জানুয়ারি ২০২৬
সাকিবকে ছাড়িয়ে নতুন উচ্চতায় আমির
  • ০১ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটির নতুন উপ-উপাচার্য ড. নেছার উদ্দিন আহ…
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!