অভ্যন্তরীণ কোন্দলে এনসিপি নেতাকে গুলি করা হতে পারে: পুলিশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ PM
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির প্রতিনিধি মো. মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে। পুলিশের ধারণা, অভ্যন্তরীণ কোন্দল থেকেই এ হামলার ঘটনা ঘটতে পারে।
এ প্রসঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলের আশপাশে নারী ও মাদককেন্দ্রীক বিভিন্ন অপরাধের প্রবণতা রয়েছে।’
সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মন্ডল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মোতালেবকে মাথা লক্ষ করে গুলি করা হয়। কিন্তু গুলিটি তার কান বরাবর বিদ্ধ হয়।’
জানা গেছে, আজ দুপুর পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা বেসরকারি গাজী মেডিকেলের সামনে এনসিপি নেতা মোতালেবকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ মোতালেবকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানে তার সিটি স্ক্যান করা সম্ভব না হওয়ায় পরে আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
খুলনা জেলা এনসিপি নেতারা জানান, দুটি মোটরসাইকেলে এসে মোতালেবকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওসমান হাদির মতোই একইভাবে গুলিটি তার কানের পাশে বিদ্ধ হয়েছে। স্থানীয় সূত্র জানায়, মোতালেব শিকদার স্থানীয় কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সক্রিয় ছিলেন।
এদিন দুপুরে সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে হামলার বিষয়টি প্রকাশ্যে আনেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। পোস্টে তিনি লেখেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।