হাদিকে হত্যাচেষ্টা: যেভাবে মোটরসাইকেল মালিককে আটক করল র‌্যাব

১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০১ PM
মটরসাইকেলের মালিক আটক

মটরসাইকেলের মালিক আটক © টিডিসি সম্পাদিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে (৪৩) পুলিশের কাছে সোপর্দ করেছে র‍্যাব।

আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকালে আব্দুল হান্নানকে গ্রেফতারের বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার। 

তিনি বলেন, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্তের পর এর মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়। আটকের পর তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: হাদির আসামিদের ভারত পালানোর তথ্য, যা বলছে পুলিশ

অধিনায়ক বলেন, তিনি বলেন, বিআরটিএর তথ্য অনুযায়ী আমরা মটরসাইকেলের মালিককে শনাক্ত করি। তার কাছ থেকে বিভ্রান্তিমূলক তথ্য পাওয়ায় তাকে আমরা পল্টন থানায় রাতে হস্তান্তর করেছি। হামলার ঘটনায় আব্দুল হান্নানের সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

র‌্যাব জানায়, মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। গ্রেফতারকৃত হান্নানের বাবার নাম মো. আবুল কাশেম। তার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাগঞ্জ।

পরে বিআরটিএর মাধ্যমে যাচাই করে মোটরসাইকেলটির মালিক হিসেবে মো. আব্দুল হান্নানের নাম পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হান্নান মোটরসাইকেলটির মালিক বলে স্বীকার করেছেন। তবে তার তথ্যে সন্দেহ হওয়ায় আমরা তাকে আটক করে পল্টন থানায় হস্তান্তর করি।

পুলিশের প্রাথমিক ধারণা, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হওয়ায় তিনি এই হত্যাচেষ্টা মামলার সঙ্গে জড়িত থাকতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আইআইইউসির ষষ্ঠ সমাবর্তন শনিবার, সনদ পাচ্ছেন ৮ হাজার গ্রাজুয়…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও মানসম্মত করার…
  • ২৯ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রসংসদের প্রতিনিধিদের প্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ফের ব্যর্থ বাবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু পুঁজি পাকিস্তান…
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার বিষয় ও নম্বর বন্টন দেখুন এ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে এবার কঠোর কর্মসূচির পথে চাকরিজীবীরা
  • ২৯ জানুয়ারি ২০২৬