হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন একজন © টিডিসি
গোপালগঞ্জের সদর উপজেলার চর শুকতাইল গ্রামে পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এয়ারগানের গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন নয়ন শেখ (২৫), রায়হান সিকদার (৩৫), পারভেজ মোল্লা (৪৫), রুবেল মোল্লা (২৫), আনোয়ার শেখ (২২) ও মেহেদী হাসান (২৪)। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বাবুল মোল্লার লোকজনের সঙ্গে পারভেজ মোল্লার অনুসারীদের বিরোধের জেরে আহম্মদ মোল্লা ও হাফিজ মোল্লাকে মারধর করা হয়। আহত দুজনকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। এরই জেরে শুক্রবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় এয়ারগান থেকে ছোড়া গুলিতে ৬ জন আহত হন। সংঘর্ষে আরও অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান বলেন, ‘পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান হাওলাদার জানান, সকালে কমপক্ষে ১০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকজনের শরীর থেকে এয়ারগানের গুলি অপসারণ করা হয়েছে।
সংঘর্ষের ঘটনায় এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে।