আলোচিত চিত্রনায়ক হত্যার আসামি কে এই মামুন?

১০ নভেম্বর ২০২৫, ০৪:৫৭ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ০৫:১৯ PM
তারিক সাইফ মামুন

তারিক সাইফ মামুন © টিডিসি সম্পাদিত

পুরান ঢাকার আদালত পাড়ার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দিনে দুপুরে ফিল্মি স্টাইলে দুই দুর্বৃত্তের ছোড়া গুলিতে ‘শীর্ষ সন্ত্রাসী’ তারিক সাইফ মামুন (৫৫) নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার এ ঘটনা ঘটে।  

পুলিশ জানায়, নিহত মামুন চিত্রনায়ক সোহেল চৌধুরী এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই শহীদ সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি। বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়। তিনি সেখানকার মোবারক কলোনি এলাকার বাসিন্দা। বাবার নাম এস এম ইকবাল। নিহত ব্যক্তি একসময় আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। শীর্ষ সন্ত্রাসী ইমন ও মামুন একসময় হাজারীবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকার আতঙ্ক ছিলেন। তাদের গড়ে তোলা বাহিনীর নাম ছিল ‘ইমন-মামুন’ বাহিনী। অপরাধজগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। 

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের ডেপুটি কমিশনার (ডিসি) আহসান উদ্দিন বলেন, সূত্রপুরে নিহত মামুন একজন তালিকাভুক্ত সন্ত্রাসী।

ঘটনার বর্ণনা দিয়ে আরাফাত হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি হাসপাতালের ফটকের পাশে দাঁড়িয়ে ছিলাম। দেখি, দৌড়ে একটি লোক হাসপাতালের দিকে আসছেন। আর পেছন থেকে দু’জন মোটরসাইকেল থেকে নেমে তাকে এলোপাতাড়ি গুলি করছেন। প্রথম গুলি হাসপাতালের ওপরের দিকে করেন তারা। যা সরাসরি তিনতলার কাচে গিয়ে লাগে। ছয় থেকে সাতটি গুলি করেন তারা। তারপর এক ব্যক্তির বুকের ডান পাশে গুলি করেন। হাতেও গুলি লাগে তার।’

তিনি আরও বলেন, পেছন থেকে গুলি করা ওই ব্যক্তিদের মুখে মাস্ক ছিল। তারা দু’জনই লাল-কালো রঙের একটি মোটরসাইকেল থেকে গুলি ছোড়া শুরু করেন।

এদিকে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গুলিবিদ্ধ সাইফ মামুন দৌড়ে হাসপাতালের ফটক দিয়ে প্রবেশ করেন। আর পেছন থেকে দু’জন ব্যক্তি বন্দুক হাতে হাসপাতালের গেট থেকে তাকে লক্ষ্য করে গুলি করেন। সাতটি গুলি ছুড়তে দেখা গেছে ফুটেজে। এর মধ্যে তিনটি গুলিই ওই ব্যক্তির শরীরে লেগেছে।

জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, মামুনের বাড়ি লক্ষ্মীপুরে। তার জন্ম ১৯৭০ সালে। এছাড়াও তিনি নোয়াখালীর এক আসনের সাবেক সাংসদ ও বিএনপির এক ভাইস চেয়ারম্যানের শ্যালক।

এ বিষয়ে রাজধানীর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াসিন বলেন, গুলির শব্দ শুনতে পেয়ে তিনি ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে যান। গিয়ে দেখেন, এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন। খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে। 

গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করতে কেউ কেউ বিতর্ক সৃষ্টি করছে
  • ১৭ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১৭ জানুয়ারি ২০২৬
নেত্রকোনা-৪ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী
  • ১৭ জানুয়ারি ২০২৬
এআইইউবি পরিদর্শন করেছে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার…
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘পাহাড়ের খেলোয়াড়দের সঠিক নার্সিং হলে জাতীয়-আন্তর্জাতিক পর্য…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঢাকার বিদায়ে নিশ্চিত হলো প্লে-অফের ৪ দল
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9