প্রতারণা মামলায় বাংলাদেশ গ্যাস ফিল্ডের সাবেক দুই কর্মকর্তা জেলে

০৩ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ PM
সাবেক কর্মকর্তা

সাবেক কর্মকর্তা © সংগৃহীত

প্রতারণা, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ দুই শীর্ষ কর্মকর্তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। আজ (০৩ নভেম্বর) সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন জাহান এই আদেশ দেন।

মামলার বিবরণী সূত্রে জানা যায়, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এটিএম শাহ আলম চাকরি চলাকালীন সময়ে তার শিক্ষা সনদ ও এনআইডি থেকে ১৯৬১ সালের স্থলে পরিবর্তন করে ১৯৬২ সালে তার জন্ম বছর দেখিয়ে নিজের বয়স বলে চালিয়ে দেন। বয়স প্রতারণা অনুযায়ী তিনি ২০২১ সালের ২৭ ডিসেম্বর অবসরে (পিআরএ) যান। এ সময়ে তিনি চাকরির অবসরকালীন সময়ে প্রতারণা করে অতিরিক্ত আরও এক বছর দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড থেকে অনৈতিকভাবে ৭৪ লাখ ৪ হাজারের বেশি টাকা বেতন-ভাতা হিসেবে উত্তোলন করে আত্মসাৎ করেন।

তার এই প্রতারণা বিষয়টি সামনে আসলে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটি সনদ জালিয়াতির বিষয়ে প্রমাণ পেয়ে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের কাছে প্রতিবেদন জমা দেন। পরে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের ৭১৭তম বোর্ড সভায় এটিএম শাহ আলমের জালিয়াতি বিষয়টি প্রমাণ হওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

একই সাথে তার প্রতারণায় সহযোগিতা করায় তৎকালীন মহাব্যবস্থাপক নুরুল আবছার ও তৎকালীন জিএম (প্রশাসন) মো. নাসিবুজ্জামান তালুকদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের তৎকালীন উপ-মহাব্যবস্থাপক মো. আবুল বাসার মিজি বাদী হয়ে ২০২৪ সালের ২২ অক্টোবর মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই প্রধান আসামি এটিএম শাহ আলম দেশ ত্যাগ করেন। মামলার অপর দুই আসামি তৎকালীন মহাব্যবস্থাপক নুরুল আবছার ও তৎকালীন জিএম (প্রশাসন) মো. নাসিবুজ্জামান তালুকদার উচ্চ আদালত থেকে জামিন আনেন। পরে আজ নিম্ন আদালতে হাজির হলে তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

ব্রাহ্মণবাড়িয়া আদালতের অতিরিক্ত পিপি মাহবুবুর রহমান জানান, আদালত শুনানি শেষে তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য অপরাধের ধারা থাকায় দুজনকে জেলহাজতে প্রেরণ করেছেন।

পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ২১ জানুয়ারি, সর্ব…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ঢাবির ৪০ হাজার ভোক্তাকে পুঁজির হাতে তুলে দেওয়া জামায়াতিদের …
  • ১৮ জানুয়ারি ২০২৬
ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ড
  • ১৮ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ’ ভোট নিয়ে বিএনপির অবস্থান কী, স্পষ্ট করলেন ইশরাক হোস…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ফেসবুকে জনপ্রিয়তা বেড়েছে তারেক রহমানের, উঠে এসেছেন শীর্ষ ১০…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ঢাকার আবহাওয়া কেমন থাকবে আজ
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9