জুলাই মঞ্চের নারী সদস্যকে ধর্ষণ চেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেফতার

আমিন হোসেন সৈকত
আমিন হোসেন সৈকত  © সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ধর্ষণ চেষ্টার মামলায় এনসিপি নেতা আমিন হোসেন সৈকতকে যৌথবাহিনী গ্রেফতার করেছে। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। জানা যায়, ভুক্তভোগী ওই নারী জুলাই মঞ্চের একজন সদস্য। 

স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া উপজেলার রহিমা নগর এলাকার এক নারীর সঙ্গে এনসিপি নেতা আমিন হোসেন সৈকতের প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে পারিবারিকভাবে তাদের বিয়ের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ছেলের পরিবার জানতে পারে যে, মুন্নির পূর্বে বিয়ে হয়েছে এবং তার একটি সন্তান রয়েছে। এ তথ্য জানার পর সৈকতের পরিবার বিয়েতে রাজি হয়নি।

এরপর থেকে প্রেমিক সৈকত প্রেমিকার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। কয়েকদিন যোগাযোগ না পেয়ে মুন্নি সরাসরি সৈকতের বাড়িতে যান এবং সেখানে অবস্থান নেন। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে আলোচনার কথা থাকলেও তা না হওয়ায় পরে মুন্নি চাঁদপুর কোর্টে সৈকতের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। 

আরও পড়ুন: ক্লাস শুরুর দাবিতে অনশন, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ২ শিক্ষার্থী

এরপর মামলা দায়েরের পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে চাঁদপুর কোর্টে একটি মামলা নং -৩৪৭/২০২৫ এর ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে আসামি আমিন হোসেন সৈকতকে গ্রেফতার করে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম বলেন, আমাদের কাছে ধর্ষণের চেষ্টার মামলায় একটি ওয়ারেন্ট আসে। সে অনুযায়ী এনসিপি নেতা আসামি আমিন হোসেন সৈকতকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে জেলা এনসিপি প্রধান সমন্বয়ক মাহবুব আলম বলেন, আমিন হোসেন সৈকতের সঙ্গে এক নারীর স্বল্প সময়ের অর্থাৎ একদিনের পরিচয় ছিল। পরবর্তীতে ওই নারী তাকে বিয়ের প্রস্তাব দেন। সৈকত রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওই নারী তার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন।


সর্বশেষ সংবাদ