সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ AM
সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে আটক করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।
তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, তিনি রাজধানীর বিভিন্ন মিছিলে নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও রাষ্ট্র বিরোধী বিভিন্ন কর্মকান্ডে জড়িত তাই আমরা আপাতত আটক করেছি।
তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি মো. হাফিজুর রহমান।