মন্ত্রীপাড়ায় আটক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক, কারাগারে পাঠানোর নির্দেশ

১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ AM
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী © সংগৃহীত

রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়ায় গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে (৫৫) আটক করেছে পুলিশ। পরবর্তীতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে আটক হওয়ার পর এনায়েত করিমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল হাকিম তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য আগামী ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

রমনা থানায় দায়ের করা সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে দশটার দিকে এনায়েত করিম চৌধুরী প্রাডো গাড়িতে মিন্টো রোডের মন্ত্রীপাড়া এলাকায় সন্দেহজনকভাবে চলাচল করছিলেন। এসময় পুলিশ তার গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে না পারায় হেফাজতে নেওয়া হয়। পরে তার কাছ থেকে দুটি আইফোন জব্দ করা হয়।

পুলিশ দাবি করছে, প্রাথমিকভাবে মোবাইল ফোন বিশ্লেষণ করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বিভিন্ন তথ্য পাওয়া গেছে।

জিজ্ঞাসাবাদে এনায়েত করিম নিজেকে বাংলাদেশের বংশোদ্ভূত মার্কিন নাগরিক হিসেবে পরিচয় দেন। তিনি জানান, গত ৬ সেপ্টেম্বর কাতার এয়ারওয়েজে নিউইয়র্ক থেকে ঢাকায় আসেন। এছাড়া তিনি দাবি করেন, বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট হিসেবে কাজ করছেন।

তার স্বীকারোক্তি অনুযায়ী, তিনি ঢাকায় অবস্থানকালে সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন। তিনি আরও দাবি করেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার সেনাবাহিনীর সঙ্গে দূরত্বে রয়েছে এবং যুক্তরাষ্ট্র সরকার এ পরিস্থিতি নিয়ে হতাশ।

এনায়েত করিম আরও জানান, আগামী ২১ অক্টোবর সুপ্রিম কোর্টের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে বলে তিনি আশা করছেন। তখন সেনাসমর্থিত একটি নতুন জাতীয় সরকার গঠন হবে এবং এর নেতৃত্বে কারা থাকবেন, তা যুক্তরাষ্ট্র নির্ধারণ করে দেবে বলে তার বক্তব্য।

তিনি আরও স্বীকার করেন, বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনের গোপন তথ্য সংগ্রহ করে বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে সরবরাহ করাই তার মূল দায়িত্ব ছিল।

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬