লাখ টাকার নোট জব্দ © টিডিসি ফটো
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইয়ার্ডে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে দুই টাকার নতুন নোটে এক লক্ষ টাকা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বন্দরের দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরী এই টাকা দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানালে তা বিজিবি, কাস্টমস ও ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে জব্দ করা হয়।
বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান জানান, ‘নিরাপত্তা প্রহরী খোলা ইয়ার্ডে টাকা দেখতে পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানায়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এক লক্ষ টাকার নতুন নোট জব্দ করা হয়।’
আরও পড়ুন: পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার
ঘটনাস্থলে থাকা বিজিবি চেকপোস্ট কমান্ডার আনজারুল ইসলাম বলেন, ‘সন্দেহ করা হচ্ছে, পণ্যবাহী ট্রাকে করে এই টাকা চোরাচালানের উদ্দেশ্যে বন্দর এলাকায় আনা হয়েছিল। তবে তল্লাশির খবর পেয়ে সংশ্লিষ্ট চক্র তা পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে যায়।’
বর্তমানে জব্দকৃত টাকা ৬১-বিজিবির হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয় প্রশাসন ধারণা করছে, এটি চোরাচালানচক্রের একটি নতুন কৌশল, যেখানে অল্পমূল্যের নতুন নোট ব্যবহার করে অর্থ পাচারের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে।