জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান © টিডিসি ফটো
চাঁদপুরে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৩১ আগস্ট ২০২৫) দুপুরে চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
আরও পড়ুন: রাকসুর ফরম বিতরণে ছাত্রদলের বাধা ও ভাংচুরে প্রতিবাদ ছাত্রশিবিরের
অভিযানকালে ল্যাব কেয়ার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ সিরিঞ্জ মজুদ রাখায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, চাঁদপুর আল মানার হাসপাতাল (প্রা.)–এ ডায়াগনস্টিক রিপোর্টে ল্যাব টেকনোলজিস্ট হিসেবে একই ব্যক্তির নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের সিগনেচার পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার ব্যক্ত করে।
অভিযান চলাকালে আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। ভোক্তা সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।