যুবদল নেতাকে হত্যা, স্ত্রী-শ্যালক গ্রেপ্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০২:১৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৪:৩০ PM
খুলনার ডুমুরিয়ায় যুবদল নেতা এস এম শামীম হোসেনকে হত্যার ঘটনায় স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি (৩০) ও শ্যালক ইমন হোসেন বাদলকে (১৮) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার আঠারোমাইল এলাকায় শামীমের নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শামীমের স্ত্রী ফাতেমা আক্তারের বরাতে খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) আবির সিদ্দিকী বলেন, শামীম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং বেকার। আগে তার যে গ্যারেজটি ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। এসব বিষয় নিয়ে শামীম তার স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। একপর্যায়ে তিনি (ফাতেমা) স্বামীকে হত্যার পরিকল্পনা করেন। এই কাজের জন্য তিনি তার ফুফাতো ভাইকে বাড়িতে ডেকে আনেন। ঘটনার রাতে বাড়ির তিনতলায় বসে ইয়াবা সেবন করছিলেন শামীম। সে সময় তার স্ত্রী পাশে বসে ছিলেন। ওই সময় তিনি তার ভাইকে ফোন দিয়ে তিনতলায় ডাকেন। ইমন তিন তলায় এলে স্ত্রী ওয়াশরুমে যাওয়ার অজুহাতে রুমের বাইরে দাঁড়ান। এ সময় ভাইকে ইশারা করলে বড় একটা ছুরি দিয়ে সে শামীমকে কোপ মারে। ছুরিটা শামীম কিছুদিন আগে এনে স্ত্রীর কাছে রাখতে দিয়েছিলেন।’
তিনি আরও বলেন, ফাতেমা আক্তারের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পাশের জলাশয় থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার রাত ১১টার দিকে ডুমুরিয়ার আঠারোমাইল এলাকার তিনতলায় নিজ বাড়িতে খুন হন যুবদল নেতা শামীম হোসেন। তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। নিহত শামীম সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।