মামলার হাজিরা শেষে বাদীকে পিটিয়ে হত্যা
- আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
- প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১২:৩৪ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৭:১৩ AM
চট্টগ্রামের বাঁশখালীতে মামলার আসামিপক্ষের হামলায় পুকুরে পড়ে মোহাম্মদ মোজাহের আলী (৫২) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গোলাপজান বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলায় মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বড়ঘোনা এলাকার মোহাম্মদ কালুর ছেলে আলী হায়দারদের সঙ্গে একই গ্রামের মোহাম্মদ শের আলীর ছেলে মোজাহের আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল। সম্প্রতি মোজাহের আলী বাদী হয়ে মোহাম্মদ কালুর ছেলেদের বিরুদ্ধে দোকান লুট ও ঘরের ধানের খড় পুড়িয়ে দেওয়ার অভিযোগে বাঁশখালী থানায় মামলা করেন। ওই মামলায় আসামি আব্দুর রহমান বর্তমানে জেল হাজতে রয়েছেন। আজ বৃহস্পতিবার তার জামিন হওয়ার কথা থাকলেও তা হয়নি।
আরও পড়ুন: রাতে জামিনে কারামুক্ত শমী কায়সার
নিহতের ছেলে মোহাম্মদ শাকিল বলেন, মামলার হাজিরা দিয়ে উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে গোলাপজান বাড়ি পুকুরপাড়ে একা পেয়ে আসামিপক্ষের লোকজন তার বাবার ওপর লাঠি দিয়ে হামলা চালায়। এতে লাঠির আঘাতে তিনি পুকুরে পড়ে পানিতে ডুবে যান। স্থানীয়রা পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে।
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু হালদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামি গ্রেপ্তারের জন্য সম্ভাব্য স্থানে অভিযান শুরু হয়েছে।