নোয়াখালীতে মাইক্রোবাস দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, চালকের বিরুদ্ধে মামলা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
নোয়াখালীর বেগমগঞ্জে চালকের ঘুমিয়ে পড়ার কারণে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাতজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে গাড়িচালক এনায়েত হোসেন শামীম ওরফে আকবরকে একমাত্র আসামি করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) রাতে নিহতদের স্বজন এবং ওমান প্রবাসী মোহাম্মদ বাহার উদ্দিনের বাবা আবদুর রহিম বেগমগঞ্জ থানায় মামলাটি করেন।
দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লিটন দেওয়ান। তিনি বলেন, আমাদের থানায় মামলাটি হয়েছে। তবে আমরা চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করব। মামলার তদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা হাইওয়ে থানা নিবে।
বিষয়টি নিয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গতকাল বেগমগঞ্জ থানায় একজনের নামে মামলা করা হয়েছে। তাকে ধরতে আমাদের টিম কাজ করছে। এর মধ্যেই সারাদেশের সব থানায় তার তথ্য পাঠানো হয়েছে।
এর আগে গত বুধবার (৬ আগস্ট) ভোরে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে বাহার উদ্দিন, তার বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দার মীর্জা, ভাবি সুইটি আক্তার ও শ্যালক রিয়াজ হোসেন জীবিত থাকলেও সাতজন নিহত হন। নিহতদের পরিবার চালকের ঘুমিয়ে পড়াকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেছেন।
নিহতদের মধ্যে রয়েছেন বাহার উদ্দিনের নানি ফয়জুন নেসা (৮০), মা খুরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা বেগম (৩০), মেয়ে মীম আক্তার (২), ভাবি লাবনী বেগম (৩০), ভাতিজি লামিয়া আক্তার (৯) ও রেশমি আক্তার (১০)।