নতুন সংকট ভুয়া সমন্বয়ক: দুদক মহাপরিচালক

কথা বলছেন দুদকের মহাপরিচালক ড. মোহাম্মদ আবদুল মোমেন
কথা বলছেন দুদকের মহাপরিচালক ড. মোহাম্মদ আবদুল মোমেন  © সংগৃহীত

দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পরে হঠাৎ একটি বাহিনীর আবির্ভাব ঘটলো, আমরা সেটিকে বলতাম সিক্সিটিন ডিভিশন। এবারও আপনাদের সামনে আরেকটি নতুন সংকট—ভুয়া সমন্বয়ক। এটাকে বলা হয় ফিফথ অগস্ট ডিভিশন। এটাও সামাল দিতে হচ্ছে। আমার অফিসেও এমন ভুয়া সমন্বয়ক পেয়েছি।

তিনি বলেন, ভুয়া সমন্বয়ক বা প্রকৃত সমন্বয়ক—কাউকেই অবৈধভাব সুযোগ দেওয়ার কোনো কারণ নেই। এটা যদি আপনারা প্রতিরোধ করা এখনি শুরু করেন তাহলে আগামী দিনে অনেক সংকট থেকে মুক্ত থাকবেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বরিশালে দুদকের ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। বেলা সাড়ে ১১টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

দুদক মহাপরিচালক বলেন, আমার অফিসে একজন কথিত সমন্বয়ক আসতো। তাকে অন্য এক জেলাতে গ্রেপ্তার করিয়েছি।আরেকজন আমার অফিসে এসে কথা বলেছে। তাকে আমি বলেছি, দ্বিতীয়বার আমার অফিসে দেখলে গ্রেপ্তার করা হবে। আমাদের এমন অনেক ধরনের সংকটের মধ্য দিয়ে যেতে হয়।


সর্বশেষ সংবাদ