ঢেউয়ের তোরে ট্রলার থেকে পড়ে গিয়েছিলেন, ৪২ ঘণ্টা পর পাওয়া গেল ইমরান শরীফকে
- পটুয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০২:১৫ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০৯:৪৬ PM
পটুয়াখালীর বাউফলে ট্রলার থেকে তেঁতুলিয়া নদীতে পরে নিখোঁজ হওয়ার প্রায় ৪২ ঘন্টার ব্যবধানে তরুণ মৎস্য ব্যবসায়ী ইমরান শরীফের (২০) মরদেহ উদ্ধার হয়েছে। রোববার (২৭ জুলাই) সকালে চন্দ্রদ্বীপ ইউনিয়নের কচুয়া গ্রাম সংলগ্ন তেঁতুলিয়া নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরিবারের সদস্যদের খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন স্বজনরা।
নিহত ইমরান শরীফ নদী বেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের রায়সাহেবের চর এলাকার মনির শরীফের ছেলে।
এরআগে, শুক্রবার (২৫ জুলাই) দুপুরে ট্রলারে কালাইয়া বন্দরের বরফকলে উদ্দ্যেশ্যে যাচ্ছিলেন নিহত ইমরান। নিম্নচাপের প্রভাবে তেঁতুলিয়া নদীর ঢেউয়ের তোরে ট্রলার থেকে নদীতে পরে নিখোঁজ হয় তিনি। দীর্ঘ ৪২ ঘন্টা পরে আজ সকালে তার মরদেহের খোঁজ মিলেছে। পরবর্তীতে দুপুর ১২ টার দিকে বাড়ির আঙ্গিনায় তাকে দাফন করা হয়।
নিহতের চাচা ও সাবেক ইউপি সদস্য আব্দুস ছালাম শরীফ বলেন, ইমরান নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবার পরিজন নদীতে অনেক খোঁজাখুজি করেন। কিন্তু তাকে পাওয়া যাচ্ছিল না। দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে নদীর পাড়ে তার মরদেহ ভেসে ওঠে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, তাই পরিবারের কোনো অভিযোগ নেই বলে জানান তিনি।
এ বিষয়ে কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপুলিশ পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বলেন, গত দুইদিন ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালিয়েছে। সকালে পরিবারের সদস্যদের মরদেহ উদ্ধারের খবর জানায়। এঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানান তিনি।