অন্তঃসত্ত্বা স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন, বেঁচে রইল নারী, মৃত্যু গর্ভের সন্তানের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি   © সংগৃহীত

সিলেটের কানাইঘাটে কুটি হুনা বেগম (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী আক্তার হোসেনের (৩১) বিরুদ্ধে। এ ঘটনায় দগ্ধ হয়ে রবিবার (১৩ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় মৃত সন্তান প্রসব করেছেন তিনি। 

এর আগে, শনিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে পারিবারিকভাবে আক্তার হোসেনের সঙ্গে কুটির বিয়ে হয়। বিয়ের পর থেকে আক্তার হোসেন স্ত্রীকে অত্যাচার করতেন। এর মধ্যে কুটি অন্তঃসত্ত্বা হন। সম্প্রতি স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবার বাড়িতে চলে আসেন কুটি। গত শনিবার রাতে কুটি বিছানায় শুয়ে ছিলেন। এ সময় আক্তার শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যান। কুটির চিৎকারে পরিবারের সদস্য এবং আশপাশের মানুষ এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় রবিবার মৃত সন্তান প্রসব করেন তিনি। 

লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের সদস্য ফখর উদ্দিন চৌধুরী  বলেন, আক্তার হোসেন বখাটে ধরনের লোক। বিয়ের পর থেকে স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন করতেন। মেয়েটির পরিবার এলাকায় নিরীহ এবং আর্থিকভাবে অসচ্ছল। ঘটনা জানার পরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। ঘটনার পর থেকেই আক্তার হোসেন এলাকাছাড়া। 

এ বিষয়ে সিলেটের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। এরপরও ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করে জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা করা হচ্ছে।    


সর্বশেষ সংবাদ