কিশোরীকে পর্ন ভিডিও দেখিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা 

পর্ণো ভিডিও দেখিয়ে ধর্ষণের চেষ্টা
পর্ণো ভিডিও দেখিয়ে ধর্ষণের চেষ্টা  © টিডিসি

চৌদ্দ বছর বয়সী সদ্য বিবাহিতা এক কিশোরীকে ঘরে ডেকে নিয়ে পর্নো ভিডিও দেখিয়ে স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ছফর উদ্দিন ওরফে খাম্বিরা (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

শনিবার (২৮ জুন) নালিতাবাড়ী উপজেলার শহরতলী গ্রাম নামা ছিটপাড়া কলোনীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ দাখিল করেছেন। পুলিশ বলছে, আসামী গ্রেফতার সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী ওই কিশোরী জানায়, দীর্ঘদিন ধরেই প্রতিবেশি খালু ছফর উদ্দিন ওরফে খাম্বিরা তাকে বিয়ে প্রস্তাব দিয়ে আসছিল। গত ঈদুল ফিতরের পর প্রতিবেশি অন্য যুবকের সাথে তার বিয়ে হওয়ার পরও ওই যুবক সম্পর্কে নেতিবাচক কথাবার্তা বলছিল ছফর উদ্দিন। একপর্যায়ে কথা বলার জন্য কিশোরীকে একটি মোবাইল ফোন ও সীমও কিনে দেয় সে। গত শনিবার বেলা এগারোটার দিকে কেউ না থাকার সুবাদে কিশোরীকে নিজ ঘরে ডেকে নেয় ছফর উদ্দিন। পরে তাকে পর্ণো ভিডিও দেখিয়ে শরীরের স্পর্শকাতর অঙ্গে হাত দেয় এবং পড়নের কাপড়-চোপড় খোলার চেষ্টা করে। এসময় ওই কিশোরী দৌড়ে চলে আসে।

এর একদিন পর কিশোরীর গার্মেন্টস শ্রমিক মা ঢাকা থেকে বাড়ি এলে মায়ের সাথে ঘটনা খোলে বলে। পরে পরিবারের অন্যান্য সদস্যদের মাধ্যমে ঘটনা এলাকায় জানাজানি হয়। এসময় এলাকাবাসী বিষয়টি পারিবারিকভাবে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পরে মঙ্গলবার (১ জুলাই) ওই কিশোরীর মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে বৃহস্পতিবার পুলিশ সরেজমিন তদন্ত করে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারের পর আইনী ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ