রাজধানীতে ছুরিকাঘাতে এসএসসি ফলপ্রার্থীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

রাজধানীর চকবাজারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মোর্শেদ আলম তানিম (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি এ বছর আরমানিটোলার আহমেদ বাওয়ানী একাডেমি থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এর আগে, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে নাজিম উদ্দিন রোডের মাকুরশাহ মাজার এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। 

মোর্শেদ আলমের বাবা ফিরোজ আলম জানান, সোমবার রাতে মোর্শেদ আলম বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে মাক্কু শাহ মাজার এলাকায় যান। বাসায় ফেরার পথে মুঠোফোনে কথা বলছিলেন মোর্শেদ আলম। এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাতের পর মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। 

সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ওই দিন রাতেই তাকে বাসায় নেওয়া হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে আবারও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ বলেন, গত সোমবার রাতে মাকুরশাহ মাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছিলেন ওই শিক্ষার্থী। আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। 


সর্বশেষ সংবাদ