ইউআইইউ আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না: ডিএমপির সতর্কবার্তা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৪:৩২ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৮:৪৬ PM
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (UIU) শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ শনিবার (২১ জুন) সকাল থেকে চলা এই কর্মসূচিতে শিক্ষার্থীদের একাংশ বিশ্ববিদ্যালয় কর্তৃক বহিষ্কৃত শিক্ষার্থীদের সিদ্ধান্ত প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সড়কে অবস্থান নেয়। এতে রাজধানীর নতুনবাজার মোড়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।
ডিএমপি জানায়, সকাল সাড়ে ৮টায় প্রায় ৩০-৪০ জন শিক্ষার্থী নতুনবাজার মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করেন। শুরুতেই দায়িত্বরত পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের সঙ্গে একাধিক দফা কথা বলেন এবং রাস্তা ছেড়ে দিতে অনুরোধ করেন। তবে আন্দোলনকারীরা সে অনুরোধ মানেননি। জনগণের চলাচলে বিঘ্ন ও ভোগান্তি কমাতে সকাল সাড়ে ১০টায় পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে সকাল পৌনে ১১টা শিক্ষার্থীরা পুনরায় সড়কে অবস্থান নেন।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। বলপ্রয়োগ না করে আলোচনার মাধ্যমেই সমাধানের উদ্যোগ নিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি ও আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের চেষ্টা অব্যাহত রয়েছে।
তবে পুলিশ অভিযোগ করে, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছেন। ডিএমপি সবাইকে এ ধরনের গুজব ও অপপ্রচারে কান না দিতে এবং দায়িত্বশীল আচরণ করতে আহ্বান জানিয়েছে।
ডিএমপির পক্ষ থেকে আরও বলা হয়, আন্দোলনের সময়ও বাড্ডা-কুড়িল রোডের এক পাশে যান চলাচল অব্যাহত ছিল এবং বর্তমানে পুরো পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টির স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা চলছে।