ফরিদপুরে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার দুজনের একজন
গ্রেপ্তার দুজনের একজন  © সংগৃহীত

ফরিদপুরের সদরপুরে ‘শেখ হাসিনাতেই আস্থা’ লিফলেট বিতরণের মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনকে আজ বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ফরিদপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন সদরপুর থানা আওয়ামী নেতা ও উপজেলার ঢেউখালি ইউনিয়নের বেপারী ডাঙ্গী গ্রামের বাসিন্দা সাখাওয়াত ব্যাপারী (৫৫) ও তুরাগ থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও উপজেলার সদর ইউনিয়নের সতের রশি গ্রামের বাসিন্দা মাসুদুর রহমার (৬২)। তারা ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন।

জানা গেছে, গত ২ জানুয়ারি সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে শেখ হাসিনার ছবি-সংবলিত এবং শেখ হাসিনাতেই আস্থা লেখা লিফলেট বিতরণকালে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। বর্তমানে শেখ হাসিনাতেই আস্থা লেখা লিফলেট বিতরণকাজে গ্রেপ্তার দুজন সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছিলেন। এর পরিপ্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে দুটি এলাকায় অভিযান চালিয়ে সাখাওয়াত ও মাসুদুরকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: মেডিকেলের হোস্টেলের ওপর বিধ্বস্ত সেই বিমানটি, বহু শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা

বিষয়টি নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, আওয়ামী লীগের ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন।


সর্বশেষ সংবাদ