যশোরে পূর্ববিরোধের জেরে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১ জুন ২০২৫, ১২:০৯ PM , আপডেট: ১১ জুন ২০২৫, ১২:০৯ PM
যশোরে এক যুবককে কুপিয়ে হত্যা

যশোরে এক যুবককে কুপিয়ে হত্যা © সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই যুবকের নাম মো. লিটন হোসেন ওরফে কানা লিটন (৩৫)।

সোমবার (১০ জুন) রাত প্রায় সাড়ে দশটায় স্থানীয় আবু তাহেরের মুদি দোকানের সামনে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহত লিটন হোসেন ওই গ্রামের আজগর আলীর ছেলে।

স্থানীয়দের ভাষ্য এবং পুলিশ সূত্রে জানা যায়, লিটনের সঙ্গে একই এলাকার কয়েকজনের দীর্ঘদিন ধরে পারিবারিক ও ব্যক্তিগত বিরোধ চলছিল। এর আগে একাধিকবার তাকে হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ রয়েছে। সর্বশেষ ঈদের আগের দিন সেলিম হোসেন ও রমজান আলীর সঙ্গে তার তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে।

ঘটনার দিন রাতে লিটন একা অবস্থান করছিলেন আবু তাহেরের দোকানের সামনে। ঠিক সে সময় পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। স্থানীয়রা জানান, অভিযুক্তরা ছিলেন—আব্দুল মমিন (৫৫), তার ছেলে সেলিম হোসেন (৩৫), এবং রমজান আলী (৩৫)। এ সময় তাদের সঙ্গে আরও ৩-৪ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ছিলেন। তারা লিটনের ওপর ধারালো দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে এবং মুহূর্তের মধ্যে ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা ও পরিবারের সদস্যরা দ্রুত লিটনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।”

নেত্রকোনায় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত
  • ২৪ জানুয়ারি ২০২৬
আজ থেকে ২৪ ঘণ্টা কম থাকবে গ্যাসের চাপ
  • ২৪ জানুয়ারি ২০২৬
আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৪ জানুয়ারি ২০২৬
ওয়াশরুমের কথা বলে পালালেন পুলিশ পাহারায় থাকা চিকিৎসাধীন আসা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সনাতন ধর্মাবলম্বী-বিএনপি নেতাকর্মীসহ দুই শতাধিক লোকের জামায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
চাঁদপুরে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক গ্রেপ্তার
  • ২৪ জানুয়ারি ২০২৬