টিকটকে পরিচয়, বিয়ের প্রলোভনে হোটেলে নিয়ে তরুণীকে হত্যা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৭:৫৯ AM , আপডেট: ৩১ মে ২০২৫, ০৩:০৫ PM
টিকটকে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা প্রেমের সম্পর্ক। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকায় ডেকে এনে তরুণীকে শ্বাসরোধে হত্যা করেন প্রেমিক রুবেল (৩১)। রাজধানীর মতিঝিল থানাধীন উত্তর কমলাপুরের একটি আবাসিক হোটেলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর কৌশলে পালিয়ে যাওয়া রুবেলকে কুমিল্লার মেঘনা উপজেলা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩।
বৃহস্পতিবার (২৯ মে) রাতে র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সনদ বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
র্যাব-৩-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া জানান, গত বুধবার উত্তর কমলাপুরস্থ আবাসিক হোটেল সি-ল্যান্ড-এর ষষ্ঠ তলার (রুম নম্বর ৫০৭) কক্ষ থেকে একটি লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে র্যাব-৩ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তী সময়ে তথ্য প্রযুক্তির সহয়তায় আসামির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে র্যাব-১১-এর সহযোগিতায় বৃহস্পতিবার কুমিল্লা জেলার মেঘনা থেকে রুবেলকে গ্রেফতার করে র্যাব-৩।
আরও পড়ুন: গুচ্ছ ভর্তিতে বিশেষ সুবিধা পাবেন জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবার
তিনি অভিযুক্ত রুবেলের বরাত দিয়ে জানান, দেড় বছর আগে রুবেলের সাথে নিহত তরুণীর টিকটকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয় সূত্র ধরে তাদের মধ্যে এক সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের সম্পর্কের কথা জানাজানি হলে তরুণীর বোন রুবেলকে জানায় তার বোনের দু’টি সন্তান রয়েছে এবং তারা হিন্দু সম্প্রদায়ের। গ্রেফতার হওয়া রুবেল মুসলিম ধর্মের হওয়ায় তার বোনের সাথে যোগাযোগ করতে নিষেধ করেন।
একপর্যায়ে রুবেল ওই তরুণীকে বিয়ে করবে বলে প্রস্তাব নিয়ে বড় বোনের সাথে সাক্ষাৎ করেন।
বিয়েতে ওই তরুণীর বোন রাজি না হওয়ায় ওই তরুণী গত ২৫ মার্চ তার বোনকে জানায় যে, সে এবং রুবেল ঢাকায় অবস্থান করছে। এরপর গত ২৭ মার্চ রুবেল ওই তরুণীকে নিয়ে মতিঝিল থানাধীন উত্তর কমলাপুরস্থ আবাসিক হোটেল সি-ল্যান্ড-এ স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে একটি কক্ষ ভাড়া নেন।
বুধবার সেখানে নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রুবেল তার প্রেমিকার ওপর ক্ষিপ্ত হয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে হোটেল থেকে কৌশলে পালিয়ে যান।